ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, উৎস ও প্রধান বৈশিস্ট্য

Show Important Question


21) ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস হল?
A) সংবিধান
B) সংসদ
C) সুপ্রিম কোর্ট
D) জনগণ

22) Who is commonly known as the Father of the Indian Constitution? / ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়?
A) Dr. Rajendra Prasad/ ড: রাজেন্দ্র প্রসাদ
B) Dr. B. R. Ambedkar/ ড: বি. আর. আম্বেদকর
C) Jawaharlal Nehru/ জহরলাল নেহেরু
D) Vallabhbhai Patel/ বল্লভ ভাই প্যাটেল

23) ‘সার্বভৌম’ শব্দটির প্রকৃত অর্থ কি?
A) আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ থেকে মুক্ত
B) বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত
C) স্বাধীন অথচ স্বশাসিত নয়
D) অভ্যন্তরীন ও বাহ্যিক উভয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত

24) ভারতের সঠিক সাংবিধানিক অবস্থান কি ছিল যখন 26 শে জানুয়ারি 1950 সালে সংবিধান কার্যকর হয়েছিল--
A) প্রজাতান্ত্রিক গণতন্ত্র
B) সর্বভৌম গণতন্ত্রিক প্রজাতন্ত্র
C) সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র
D) সার্বভৌম ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র

25) ভারতীয় সংবিধানে বিচার ব্যবস্থার স্বাধীনতার ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে?
A) ব্রিটেন
B) সোভিয়েত রাশিয়া
C) আমেরিকা
D) জাপান

26) ভারতীয় শাসন তন্ত্র নিম্নলিখিত দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থার রুপায়ন করেছে ?
A) কানাডা
B) মার্কিন যুক্তরাষ্ট্র
C) ব্রিটেন
D) সুইজারল্যান্ড

27) From Which country Indian Constitution Borrowed Fundamental Rights ? / ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার গুলি নেওয়া হয়েছে যে দেশের অনুকরণে--
A) South Afrika/ দক্ষিণ আফ্রিকা
B) Germany/ জার্মানি
C) Canada/ কানাডা
D) America (USA)/ আমেরিকা

28) ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে হয়েছে--
A) রাশিয়া
B) ফ্রান্স
C) কানাডা
D) আমেরিকা

29) নিচের কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস ছিল?
A) ভারত সরকার আইন ১৯১৯
B) ভারত সরকার আইন ১৯৩৫
C) ভারতের স্বাধীনতা আইন ১৯৪৭
D) উপরের কোনটিই নয়

30) সংবিধানের অভিভাবক কাকে বলা হয়?
A) হাইকোর্ট
B) সুপ্রিমকোর্ট
C) বিচারবিভাগ
D) পার্লামেন্ট

31) সংবিধান অনুসারে ভারতবর্ষ রাষ্ট্রটি হল—
A) ঈশ্বরতান্ত্রিক
B) প্রজাতান্ত্রিক
C) গণতান্ত্রিক প্রজাতন্ত্র
D) ওপরের কোনোটিই নয়

32) সার্বভৌম শব্দটির অর্থ নিচের কোনটি ?
A) বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত
B) অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত
C) সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত
D) কোন আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণমুক্ত

33) সার্বভৌম(Sovereign) শব্দটির অর্থ কি?
A) পার্লামেন্ট হলো দেশের সর্বময় কর্তা।
B) ভারতবর্ষ অন্য কোনো বিদেশী রাষ্ট্রের অধীনে নয়।
C) রাষ্ট্রপতি হলেন দেশের সর্বময় কর্তা।
D) উপরের সবগুলিই সঠিক

34) ভারতের রাষ্ট্র-পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলির সাথে --- মিল রয়েছে।
A) U.K.-র সংবিধানের
B) U.S.A. –এর সংবিধানের
C) Ireland-এর সংবিধানের
D) উপরের কোন্‌টিই নয়

35) নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস
A) ভারত সরকার আইন,1919
B) ভারত সরকার আইন,1935
C) ভারতের স্বাধীনতা আইন, 1947
D) উপরের কোনটিই নয়